ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের অধিদপ্তরে কয়েকটি পদসমূহে জনবল নিয়োগ
বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ০৪ টি (চার) টি পদে মোট ০৪ জন কে নিয়োগ
দেবে। এই আবেদন উভয় নারী-পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। সম্পূর্ন বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া
হল। সকল সরকারী সার্কুলার খবর পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন।
ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় জবস সার্কুলার - ২০২০
IAU JOBS CIRCULAR 2020
পদের নাম : পরীক্ষা নিয়ন্ত্রক
পদ সংখ্যা : ০১ টি
শিক্ষাগত যোগ্যতা : মাষ্টার্স
বেতন : ৫৬,৫০০- ৭৪,৪০০ টাকা
পদের নাম : পরিচালক (অর্থ ও হিসাব)
পদ সংখ্যা : ০১ টি
শিক্ষাগত যোগ্যতা : অর্থনীতি/ব্যবসায় প্রশাসন/ বাণিজ্যর যে কোন বিষয়ে মাষ্টার্স ডিগ্রি
বেতন : ৫৬,৫০০- ৭৪,৪০০ টাকা
পদের নাম : পরিচালক( পরিকল্পনা ও উন্নয়ন)
পদ সংখ্যা : ০১ টি
শিক্ষাগত যোগ্যতা : মাষ্টার্স ডিগ্রী (যেকোনো বিষয়ে)
বেতন স্কেল : ৫৬৫০০ - ৭৪৪০০ টাকা
পদের নাম : মাদরাসা পরিদর্শক
পদ সংখ্যা : ০১ টি
শিক্ষাগত যোগ্যতা: মাষ্টার্স ডিগ্রী (যেকোনো বিষয়ে)
বেতন স্কেল : ৫৬৫০০ - ৭৪৪০০ টাকা
আবেদন শুরুর সময় : ১০ ডিসেম্বর ২০২০ তারিখ
আবেদন শেষ সময় : ২৯ ডিসেম্বর ২০২০ তারিখ
আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী
* পরীক্ষায় অংশগ্রহন ইচ্ছুক প্রার্থীগণ http://iau.teletalk.com.bd ওয়েবসাইট প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন।
*
উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন - এ আবেদনপত্র
সাবমিট এর সময় থেকে পরবর্তী ৭২ বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে
পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
ছবির ও স্বাক্ষর সাইজ
*
অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০X প্রস্থ ৩০০)
পিক্সেল ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০X প্রস্থ ৮০) স্ক্যান করে নির্ধারিত
স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কেবি ও স্বাক্ষরের সাইজ
সর্বোচ্চ ৬০ কেবি হতে হবে।
এসএমএস এর নিয়ম
প্রথম এসএমএস : IAU <SPACE> USER ID লিখে SEND করতে হবে 16222 নম্বরে ।
Example : IAU ABCDEF
REPLY : Application's Name , Tk-xxx will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee type
দ্বিতীয় এসএমএস : IAU <SPACE> YES <SPACE> PIN লিখে SEND করতে হবে 16222 নম্বরে ।
Example : IAU YES 123456
REPLY : Congratulations
Application' Name , Payment Completed Successfully for BRTA Application
for post xxxxxxxxxxxx user id is (ABCDEF), and Password (xxxxxxxxxxxxx)
এসএমএস প্রেরিত হওয়ার পর
* ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক প্রিন্ট (সম্ভব হলে রঙ্গিন) করে নিবেন। প্রার্থী এ প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহনের সময়ে, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষা এবং উত্তীর্ন হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
0 Comments